ওয়ার্ডপ্রেসে ইংরেজি সংখ্যা ও মাসকে বাংলায় রুপান্তর

গুগল করতে গিয়ে তারেক ভাইয়ের ব্লগে নিচের চমৎকার ফাংশনটি পাই:

এই ফাংশনে ইংরেজি মাস কে বাংলা করার(january থেকে জানুয়ারি,ফাল্গুন-চৈত্র নয়) অপশন ছিলনা। তাই আমি আরো ৩টি লাইন যোগ করে নিয়েছি:

এরপর ফিল্টার যোগ করতে হবে। পুরো কোডটি হবে এরকম:

কোডটি function.php ফোল্ডারে যোগ করে দিন,সংখ্যা,মাস বাংলায় রুপান্তর হয় যাবে।
রেফারেন্স:
WordPress Filter
str_replace() function

Print Friendly, PDF & Email

ফেসবুকে মন্তব্য

comments

Powered by Facebook Comments

7,893 times read (exlcuding bots)

6 thoughts on “ওয়ার্ডপ্রেসে ইংরেজি সংখ্যা ও মাসকে বাংলায় রুপান্তর

  1. আমি ভেবে ছিলাম। বাংলা সনে রুপান্তর। আমি সি তে একবার অনেক চেষ্টা করে হার মেনেছি।
    এটা পি এসপিতে করা?

    সবচেয়ে বেশি সময় উপযোগি ওয়েব লেংগুয়েজ কোনটি। আমি বই দেখে এইচ,টি,এম,এল করেছি।

    1. হ্যা এটা php তে করা। html অবশ্যই শিখতে হবে,এটা একটা markup language,এটা দিয়ে মূলত স্ট্যাটিক ডিসপ্লের কাজ করা হয়। বর্তমানে বেশিভাগ ওয়েবসাইট php তে করা। php জানলে আপনি ওয়ার্ডপ্রেস,জুমলার মত ওপেনসোর্স প্ল্যাটফর্ম গুলো নিয়ে কাজ করতে পারবেন। সাথে javascript শিখে নিলে ভালো। আর php’র সাথে পাইথনও শিখতে পারেন(আমি পারিনা,তবে শুনেছি খুব সহজ)। w3schools.com সাইটে সব তথ্য পাবেন,আমি ওখান থেকেই নিজে নিজে শিখেছি অনেক কিছু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *