বাইনারি ইনডেক্সড ট্রি

ডাটা স্ট্রাকচার: বাইনারি ইনডেক্সড ট্রি

বাইনারি ইনডেক্স ট্রি খুবই চমৎকার একটা ডাটা স্ট্রাকচার যার সবথেকে ভালো দিক হলো কয়েক মিনিটেই কোড লিখে ফেলা যায়। আর খারাপ দিক হলো ভিতরে কি হচ্ছে বুঝতে একটু কষ্ট হয়, তবে তুমি লেখাটা মনযোগ দিয়ে পড়লে আমি নিশ্চিত কোন সমস‍্যা হবে না। বাইনারি ইনডেক্সড ট্রি বা BIT এর আরেক নাম হলো ফেনউইক(fenwick) ট্রি। এই লেখাটা পড়ার আগে তোমাকে বিটওয়াইজ অপারেশনগুলো(AND,OR ইত‍্যাদি) সম্পর্কে ভালো জানতে হবে। আমরা একটা সহজ সমস‍্যা সমাধান করতে করতে বাইনারি ইনডেক্স ট্রি সম্পর্কে জানব। এই লেখায় আমরা ধরে নিব অ‍্যারের ইনডেক্স ১ থেকে শুরু, BIT কিভাবে কাজ করে জানার পরে বুঝতে পারবে এটা কেন গুরুত্বপূর্ণ। তোমাকে একটা অ‍...
Read More