ম‍্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন

ম‍্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন

[নোটিশ ২৩ এপ্রিল ২০২০: ডাইনামিক প্রোগ্রামিং এর নতুন সিরিজ শুরু করেছি। লেখাটি নতুন ভার্সন এখানে পাওয়া যাবে। আমরা এবার আরো একটি ক্লাসিক ডাইনামিক প্রোগ্রামিং প্রবলেম দেখবো যেটার নাম ম‍্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন। এটা শেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটার ধারণা ব‍্যবহার করে অনেক ধরণের সমস‍্যা সমাধান করে ফেলা যায়। এই লেখাটা পড়ার আগে তোমার ডাইনামিক প্রোগ্রামিং এর ধারণা থাকতে হবে। এছাড়া ম‍্যাট্রিক্স নিয়েও ধারণা থাকতে হবে। আমি নিশ্চিত তোমরা সবাই ম‍্যাট্রিক্স গুণের শর্তগুলো জানো, তাও আমি মনে করিয়ে দিতে চাই। ধরি আমাদের দুটি ম‍্যাট্রিক্স আছে $A_1, A_2$ এবং তাদের ডিমেনশন $m * n$ আর $p * q$। তা...
Read More