LCS

ডাইনামিক প্রোগ্রামিং: লংগেস্ট কমন সাবসিকোয়েন্স

ডাইনামিক প্রোগ্রামিং এর সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ দুটি উদাহরণ হলো লংগেস্ট কমন সাবসিকোয়েন্স এবং এডিট ডিসটেন্স বের করা কারণ এদের অনেক প্র্যাক্টিকাল অ্যাপ্লিকেশন আছে। এই লেখাটা পড়ার আগে আমি আশা করবো তোমরা কিছু বেসিক ডাইনামিক প্রোগ্রামিং যেমন কয়েন চেঞ্জ, ন্যাপস্যাক পারো। যদি না পারো তাহলে আমার আগের লেখাগুলো দেখতে পারো। এই লেখায় লংগেস্ট কমন সাবসিকোয়েন্স বের করা, সলিউশন প্রিন্ট করাএবং সবগুলো সম্ভাব্য সলিউশন বের করা দেখবো। তুমি যদি আগেই এসব টপিক নিয়ে জানো তাহলে লেখার শেষে রিলেটেড প্রবলেম সেকশন দেখো, সেখানকার শেষ ৩টা প্রবলেম সলভ করতে কিছুটা চিন্তা-ভাবনা করা লাগবে। সাবসিকোয়েন্স মনে ক...
Read More