ডিরেকশন অ্যারে

ডিরেকশন অ্যারে

অনেক সময়ই এমন প্রবলেম থাকে যেখানে বলা হয় তুমি একটা ২-ডি অ্যারের কোনো এক পজিশনে আছো, সেখান থেকে তুমি উপরে-নিচে-বামে-ডানে যেতে পারবে। অথবা দাবার বোর্ডে একটা ঘোড়া আছে, তাকে ৮টা দিকে মুভ করানো যায়, এখন কোনো একটা পজিশনে শর্টেস্ট পাথে যেতে হবে। বিগিনার কোডাররা এ ধরণের প্রবলেমে ছোট্ট একটা ট্রিকস না জানার কারণে কোডের সাইজ বিশাল বানিয়ে ফেলে। ডিরেকশন অ্যারের ট্রিকসটা যারা যানেনা এ ধরণের প্রবলেমে তাদের কোড হয় অনেকটা এরকম: [crayon-6606a3e4d096d771604587/] এভাবে বারবার একই লাইন লিখতে লিখতে কোডের চেহারা ভয়াবহ হয়ে যায়, আর কাওকে কোড দেখতে দিলে তারও পাগল হবার অবস্থা হয়! ৮ ডিরেকশনে মুভ...
Read More