আমি শাফায়েত আশরাফ, সফট ইঞ্জিনিয়ার এবং লেখক। আমার ব্লগে অ্যালগরিদম নিয়ে বাংলায় ৫০টির বেশি টিউটোরিয়াল আছে। এছাড়া আমি গ্রাফ অ্যালগরিদম নিয়ে বাংলায় একটি বই লিখেছি।
বর্তমানে আমি লন্ডনে মেটা (Meta) তে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছি। আমি পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগে। এরপর কোয়ান্টাম কম্পিউটারের উপর রিসার্চ ইন্টার্নশিপ করেছি ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের সেন্টার ফর কোয়ান্টাম টেকনোলজীতে।
প্রোগ্রামিং এর বাইরে আমি বই পড়তে, ক্রিকেট খেলা দেখতে এবং নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করি।
আমার এ ব্লগের লক্ষ্য হলো নিজে যা জানি সেগুলো বাংলা ভাষায় সবাইকে জানানো। মূলত প্রোগ্রামিং কনটেস্ট আর অ্যালগরিদম নিয়ে আমি লেখা এই ব্লগে পাওয়া যাবে।
এই ব্লগের পিছে অবদান রাখার জন্য কিছু মানুষের কথা না বললেই নয়। মাহবুবুল হাসান (শান্ত ভাই) আমার প্রায় প্রতিটা লেখা রিভিউ করে ভূল-ত্রুটি ধরিয়ে দেন, তার প্রতি আমার কৃতজ্ঞতার সীমা নেই। দ্বিমিক প্রকাশনির প্রতিষ্ঠাতা তামিম শাহরিয়ার সুবিন এবং তাহমিদ রাফিকে ধন্যবাদ আমার প্রথম বই প্রকাশে সাহায্য করার জন্য। বিভিন্ন সময় নানা রকম উপদেশ দিয়ে সাহায্য করে যাচ্ছেন তানভীরুল ইসলাম। এবং সবশেষে কৃতজ্ঞতা পাঠকদের প্রতি, তারাঁই আমার অনুপ্রেরণা।
যেকোন ব্যাপারে যোগাযোগ:
ইমেইল: shafaet.csedu@gmail.com
লিংকডিন: https://www.linkedin.com/in/shafaetcsedu/
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
ফেসবুকে মন্তব্য
Powered by Facebook Comments
দেখে প্রীত হইলাম, বেচেঁ থাক ও , বড় হও…এই কামনায়!!!!!
ধন্যবাদ ভদ্রতার মূর্ত প্রতীক!
বেঁচে থাক বাবা, শতায়ু হও…
শুধু শতায়ু? সহাস্রায়ু কেন নয়?
আহাঃ বুঝতে হবে ,সেটাতো সম্ভব নয়…!!!
দেখে ভালো লাগল, চালিয়ে যা……ভবিষ্যতে কিছু একটা হওয়ার বিরাট সম্ভাবনা দেখা যাইতেছে।
শুনে ভালো লাগল :)।
🙂
hmm
হমমম।
Thank Bro… 😀
ভাল।
আপনার ইচ্ছে সফল হোক। বাংলা ভাষায় প্রোগ্রামিং শেখার জন্য একটা ভালো সাইট হিসেবে ব্লগ টি পরিচয় পাক, সে কামনা করি।
ধন্যবাদ বাংলা ভাষায় কিছু করার জন্য।
কনটেস্ট প্রোগ্রামার নাকি ?
@mashpy says: হ্যা পুরোপুরি কনটেস্ট প্রোগ্রামার।
boss.. 😉
ভাইয়া আপনার সাইট টা আরো আগেই দেখছি, তখন কনটেন্ট আরো কম ছিলো! আস্তে আস্তে বাড়তেছে দেইখা ভালো লাগলো! কস্ট হইলেও কনটিনিউ কইরেন অনেকেরই উপকার হইবো আশা করি!
শুভ কামনা রইলো!
vai apne ei kaj ta chalaia jan …. bidhata apnar valo korbe …ami apnar jonno prann khule doa kori … 😀
এরকম একটা সাইট খুব দরকার ছিল।
So nice you brother.
Awesome………via………..
সুন্দোর একটা উদ্দোগ। বাংলাভাষায় এমন উদ্দোগের বড়ই অভাব। আমরা যেকোন দরকারে গুগোল করি। একটা না একটা ব্লগ বা ফোরাম পেয়েই যাই। কিন্তু কখওনই ভাবিনা কেউ না কেউ কষ্ট করে বিষয়টি লিখেছে। একটা ধ্যন্যবাদ দেওয়ার কথাও আমাদের মনে থাকেনা নিজেরাও যে ইচ্ছাকরলেই শুরুকরতে পারি এমন কিছু এইটা তো অনেক পরের বিষয়।
ধন্যবাদ শাফায়েত ভাই। আপনার মহৎ উদ্দোগ আরো সম্প্রসারিত হেক সমৃদ্ধ হোক।
চমৎকার মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ :)।
খুব ভালো। আপনার সাইটটি চালাতে কত খরচ হচ্ছে জানালে খুশি হবো। আরেকটা কথা সাইটটির কন্টেন্ট কি শুধু সারভারেই নাকি পেরসনাল ব্যাকআপেও আছে। যদি ব্যাকআপে থাকে তাহলে কাগজে ছাপার একটা পসিবিলিটি ভবিষ্যতে থাকতে পারে।
অসংখ্য ধন্যবাদ।
খরচ খুব বেশি হচ্ছেনা পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে সার্ভার নেয়ায়। ভবিষ্যতে কখনো কাগজে ছাপানোর ইচ্ছা আছে। ধন্যবাদ।
ধন্যবাদ দিয়ে আর ছোট করবো না॥
Thank you very much
printf(“ধন্যবাদ শাফায়েত ভাই”);
echo “ধন্যবাদ শাফায়েত ভাই”;
print “ধন্যবাদ শাফায়েত ভাই”;
আপনার কাজ গুলো অসাধারণ! প্রোগ্রামিং এর জন্য ও আপনার ভালবাসা অটুট থাকুক, এগিয়ে যান ভাই।
Thank’s for your helpful blog….I really appreciate you to post more about Comparative Programming.
গুগলে এলগরিদমের উপর সার্চ দিতে দিয়ে এই ব্লগে চলে আসলাম। এখানে এসে দেখি ২ বছর আগে আমি একটা কমেন্ট করেছিলাম। আজ ২০১৪ সালে আবার এই ব্লগের দরকার পড়ল। আগে কনটেন্ট কম ছিল। এখন বাড়িয়েছ। অনেক ধন্যবাদ। লিখতে থাকো।
মাশআল্লাহ!খুবই ভাল উদ্যগ ভাইয়া।আল্লাহ্ তালা এর জন্য উত্তম বিনিময় দান করেন…আমিন।
ভাই,
অনেক ভালো লাগলো।
আমি পটোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সবে মাত্র ভর্তি হলাম।
প্রোগ্রামিং বেশী বুঝিনা,তবে জানতে চেষ্টা করছি…
দোয়া করবেন ভাই….
ানেক জোস ১টা বাংলা বলোগ পাইলাম জেইটা সবার সাঠে সেয়ার কোরা জায়। Keep it up boss (y)
It is really awesome sites…
প্রোগ্রামিং শেখার ইচ্ছা আমার অনেকদিনের। কিন্তু সাহস পেতাম না। আজ থেকে আমি নতুন করে শুরু করবো।
অসাধারণ লিখা ভাইয়া!
আপনারা কলম আছে বলেই আমরা আপনার অনুজ অনেক কন্টেস্ট প্রোগ্রামাররা স্বপ্ন দেখতে পারছি।
অসংখ্য ধন্যবাদ এই ব্লগটির জন্য। আমার কম্প্যিউটারের ব্যপারে জানতে খুব ভাল লাগে। কিন্তু আমি কম্প্যিউটারের ছাত্র নই, ফলে অনেক কিছুই ইংরেজীতে বুঝতে পারিনা। এতদিনে পেলাম এই বাংলা ব্লগ। আবারও ধন্যবাদ।
Great initiative 🙂
দুই একটা লেখা পরছি খুব ভাল লাগলো,,
সব গুলাই পরব,,, বিষদ ভাবে প্রোগ্রামিং বাংলাই এটাই প্রথম,, পরতে যাচ্ছি। প্রোগ্রামার হয়ার ইচ্ছা আছে,,,,,,
বেচে থাকলে অবশ্যি একজন ভাল প্রোগ্রামার হব,,,
@comment for remember
অবশ্যই ভালো উদ্যোগ|লেখকের আন্তরিকতার জন্য অসংখ্য ধন্যবাদ|
সাইটের কন্টেন্ট গুলো পড়লাম।অনেক ভাল লাগলা,আরো কন্টেন্ট চাই ।আশাকরি আশাহত করবেন না…