ক‍্যাশ

ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং: এল-আর-ইউ ক‍্যাশ

আজকে আমরা জানবো ক‍্যাশিং কি এবং এল-আর-ইউ ক‍্যাশ কিভাবে কাজ করে। তুমি যদি ক‍্যাশিং সম্পর্কে আগে থেকেই জানো তাহলে প্রথম অংশটা দ্রুত পড়ে পরের অংশে চলে যেতে পারো। ধরা যাক তুমি একটি অ‍্যান্ড্রয়েড অ‍্যাপ তৈরি করছো। অ‍্যাপের ইউজারদের তুমি ৩টা রকমের লেভেল অ‍্যাসাইন করেছো, প্লাটিনাম, গোল্ড আর সিলভার। যখনই কোনো ইউজার অ‍্যাপ চালু করে তখনই তোমার ডেটাবেসে ইউজারের লেভেল চেক করতে হয়। তোমার অ‍্যাপ এ ইউজার আছে এক লাখ এবং প্রতি ঘন্টায় কয়েক হাজার ইউজার অ‍্যাপটি ব‍্যবহার করে। একসময় তুমি দেখলে ডাটাবেজের রিকুয়েস্ট খুব বেশি বেড়ে যাচ্ছে এবং পেজ লোড স্লো হয়ে যাচ্ছে। এই সমস‍্যার সমাধান হলো কিছু ইউজারের ...
Read More