মনে করো তোমাকে একটা অ্যারে দেয়া হয়েছে যেখানে $n$ টা সংখ্যা আছে। তোমাকে বলা হলো সেই অ্যারের m=৩ আকারের যতগুলো সাবঅ্যারে আছে সবগুলো থেকে সবথেকে ছোটো সংখ্যাটা বের করতে হবে।
যেমন অ্যারেটা যদি হয় ১০,২,৫,৯,৬,৪ তাহলে m=৩ সাইজের সবগুলো সাবঅ্যারে হলো:
১০,২,৫ , সর্বনিম্ন সংখ্যা ২
২,৫,৯ , সর্বনিম্ন সংখ্যা ২
৫,৯,৬, সর্বনিম্ন সংখ্যা ৫
৯,৬,৪ , সর্বনিম্ন সংখ্যা ৪
তাহলে তোমার আউটপুট হবে [২,৫,৫,৪]।
$m$ এর মান ৩ না হয়ে ১ থেকে $n$ পর্যন্ত যেকোনো সংখ্যা হতে পারে।
$n$ এর মান যদি ছোটো হয় তাহলে আমরা সহজেই প্রতিটা সাবঅ্যারের উপর লুপ চালিয়ে সমস্যাটা সমাধান করতে পারি। নিচের পাইথন কোডটি দে...
Read More