XOR বাইনারি অপারেশনটা দিয়ে বেশ মজার মজার সব কাজ করা যায় যেগুলো প্রথম দেখায় ম্যাজিকের মত মনে হয়, কিন্তু একটু ভিতরের দিকে তাকালেই বোঝা যায় কি হচ্ছে। যেমন ধরা যাক গেম থিওরির কথা, তোমরা যারা নিম গেমের সাথে পরিচিত তারা জান যে কিভাবে শুধু XOR অপারেশন দিয়ে বের করে ফেলা যায় খেলায় কে জিতবে বা হারবে। প্রোগ্রামিং কনটেস্টে XOR রিলেটেড প্রবলেম খুবই কমন, আমি নিজেই বেশ কিছু কনটেস্টে এধরণের প্রবলেম সেট করেছি। আজকে দেখাবো কিভাবে XOR ব্যবহার করে লিংকড লিস্টের মেমরি কমিয়ে ফেলা যায়। বাস্তবে তুমি কখনোই হয়তো এরকম লিংকড লিস্ট লিখবে না, কিন্তু এই লেখাটা পড়ার পর XOR এর প্রোপার্টিগুলোর ব্যবহার নিয়ে তোমার ধা...
Read More