মিট ইন দ্যা মিডল খুবই এলিগেন্ট একটা প্রবলেম সলভিং টেকনিক। এটার কাজ হলো প্রবলেমটাকে ঠিক দুইভাগে ভাগ করে ফেলে তারপর সেই দুইভাগকে কোনোভাবে মার্জ করে প্রবলেমটা সলভ করা। তবে ডিভাইড এন্ড কনকোয়ারের সাথে এটার পার্থক্য হলো ডিভাইড এন্ড কনকোয়ারে দুই ভাগে ভাগ করার পর ছোট ভাগগুলোকে বারবার ভাগ করা হয়, মিট ইন দ্যা মিডলে আমরা শুধু একবার ভাগ করবো।
আমরা কিছু প্রবলেম দেখবো যেগুলোকে মিট ইন দ্যা মিডলের সাহায্যে সলভ করা সম্ভব।
প্রবলেম ১: সাম অফ ফোর
(দরকারি নলেজ: বাইনারি সার্চ)
তোমাকে ৪টা $n$ সাইজের অ্যারে A,B,C,D দেয়া আছে। প্রতিটা অ্যারে থেকে এক্স্যাক্টলি একটা করে ভ্যালু সিলেক্ট করতে হবে যেন ...
Read More