কনসিস্টেন্ট হ্যাশিং সার্ভারে লোড ব্যালেন্স করার একটি অ্যালগরিদম। এটা ব্যবহার করে নিশ্চিত করা হয় ডিস্ট্রিবিউটেড সিস্টেমে নতুন সার্ভার যোগ করলে বা কোন সার্ভার ডাউন হয়ে গেলে অন্যান্য সার্ভারের উপর যতটা সম্ভব কম প্রভাব পরে। এই লেখায় আমি বেসিক হ্যাশিং নিয়ে তেমন আলোচনা করবো না, আমি আলোচনা করবো কনসিস্টেন্ট হ্যাশিং কিভাবে কাজ করে এবং কি ধরণের সমস্যা সমাধান করতে এটা কাজে লাগে সেটা নিয়ে।
শুরুতেই অ্যালগরিদম বর্ণনা করা আগে আমি কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করবো যাতে তুমি বুঝতে পারো ঠিক কোন সমস্যা সমাধান করার জন্য এটা ব্যবহার করা হয়। কনসিস্টেন্ট হ্যাশিং এর একটা খুবই কমন ব্যবহার হলো ডিস্ট্রিবি...
Read More